20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ইসরাইলি হামলা

লেবাননে নিহত বেড়ে ৫৬৯

লেবাননে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় ইতোমধ্যে গত সোমবার থেকে ক্রমাগত হামলায় নিহতের সংখ্যা সাড়ে পাঁচশো ছাড়িয়েছে। তার পাশাপাশি আহতের সংখ্যা পৌঁছেছে দুই হাজারের কাছাকাছি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলি সিরিজ হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত কমপক্ষে ৫৬৯ জন প্রাণ হারিয়েছে। অপরদিকে আহত হয়েছে ১ হাজার ৮৩৫ জন।

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন। তারা আরও দাবি করেন ২০০০ সালে তিনজন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায়ও তার হাত ছিল।

এর আগে, গত সপ্তাহে লেবাননে একের পর এক পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কয়েক ডজন কর্মকর্তা নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এর পেছনে অভিযোগ উঠেছে যে ইসরায়েলের হাত রয়েছে। যদিও এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন