খুলনার কয়রা উপজেলার প্রতাপসরণী মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ ও বিটিআরসি এবং সিপিজি সদস্যরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষী, বিটিআরসি ও সিপিজি সদস্যরা অজগর সাপটি উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের আওতাধীন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দীন (ডেপুটি রেঞ্জার) বলেন, ‘খবর পেয়ে আমি সঙ্গীয় স্টাফ, বিটিআরসি ও সিপিজি সদস্যদের নিয়ে অজগর সাপটি উদ্ধার করি এবং পরে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।’
পড়ুন: ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের
দেখুন: এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ vs শ্রীলঙ্কা, দেখবেন নাগরিক টিভির পর্দায়
ইম/


