লোহিত সাগরে আন্ড্রোমেডা স্টার অয়েল ট্যাংকার নামে একটি জ্বালানিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা।
হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজ-বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে আন্ড্রোমেডা স্টার জাহাজে সামান্য ক্ষতি হয়েছে। জাহাজটি পানামার পতাকাবাহী, তবে ব্রিটিশ মালিকানাধীন। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজাবাসীর সমর্থনে ওই অঞ্চলের সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা।
আরও পড়তে পারেন-বিমান থেকে ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ত্রাণ কতটা কার্যকর?