পাপুয়া নিউগিনি এবার ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উপকূলীয় অঞ্চলে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পাপুয়া নিউ গিনির উপকূলে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।
এর আগে, এই বছেরের মার্চ মাসে পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই ভূমিকম্পে দেশটিতে অন্তত পাঁচজন নিহত ও সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এছাড়া চলতি বছরের এপ্রিলেও ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পাপুয়া নিউগিনিতে আঘাত হেনেছে। আর গত সেপ্টেম্বরের শুরুতেও দেশটিতে আঘাত হানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।
এনএ/