ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ শরীয়তপুর ০৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সাবেক এ পি এস মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুর নির্বাচনে সমর্থনে আওয়ামী লীগ নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এতে বিএনপি ও আঃলীগ নেতাদের আইডি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। এসব আওয়ামীলীগের নেতাদের প্রতি তিব্রনিন্দা ও ঘৃনা জানাচ্ছে আওয়ামী লীগের কর্মী ও একাংশ নেতৃবৃন্দরা।অন্যদিকে বিএনপি নেতাদের ক্ষোভ ও আবেগঘন পোস্ট দেখা যাচ্ছে।
সম্প্রতি গত ৮ জানুয়ারি বৃহস্প্রতিবার বিকালে মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে ২ শতাধীক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা বিএনপির মনোনীত পদপ্রার্থীকে সমর্থন দেন। এসময় মহিষার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম চৌকিদার এক বক্তব্যে বলেন, উন্নয়ন হতে হলে আগামী নির্বাচনে বিএনপির মনোনীত পদপ্রার্থী অপু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কারন তিনি তারেক রহমান তথা জিয়া পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি এমপি হলে ভেদরগঞ্জ উপজেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা সুন্দর হবে। শেষে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেন।
মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরদার বক্তব্যে বলেন, এবার নির্বাচনে নৌকা মার্কা নেই! তাই ধানের শীষ মার্কাই আমাদের ভোট দিতে হবে। কারন মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু ভাই ভালো মানুষ। তাকে জয়যুক্ত করতে হবে। আর বাংলাদেশে ৭১ এর চেতনা ও মুক্তি যুদ্ধকে বিশ্বাস করে দুটি দল একটা আওয়ামী লীগ আর বিএনপি। তাই ৭১ এর পক্ষের শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই। ধানের শীষে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়ল ও মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণ হাওলাদারসহ অনেকে বক্তব্য রাখেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যায় মহিষার ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার সরদার তার ভেরিফাইড আইডি থেকে লিখেন হে প্রিয় দল জীবন্ত করে দেও মজিবুর সিকদারকে।ফিরিয়ে দাও মিথ্যা মামলায় আমার পুলিশ রিমান্ড,ফিরিয়ে দাও অসংখ্য বিএনপির নেতাকর্মীর ১৭ বছরে পালিয়ে থাকা যৌবন।হে দল আমরা এমপি কিংবা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিনা আমরা দেখি শহীদ জিয়ার গড়া বিএনপি ও তার আদর্শ!তোমার কর্মীদের আবদার রক্ষা করতে পারিনি কিন্তু সবাই মিলে রক্ষা করেছিলাম তোমার ধানের শীষ খচিত পতাকা। আজ ধানের শীষ পতাকা ছিঁড়তে চেয়েছিলো তাদের নিয়ে বিএনপির প্রচারণায় ব্যাস্ত সবাই। শহীদ জিয়ার আদর্শ থেকে সরে যেতে চাইছো? তা না হলে বিএনপির দলীয় সভায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুনতে হয়? জবাব দেও।
প্রবাসী ও সাবেক ছাত্রলীগ নেতা রবিন রাড়ী ও স্থানীয় আওয়ামী লীগের অসংখ্য নেতারা মহিষার ইউনিয়ন ও ভেদরগঞ্জ উপজেলায় আওয়ামীগের রাজনীতিকে ধিক্কার জানিয়ে পোস্ট দিচ্ছেন। আর দুঃসময়ে কর্মিদের অবহেলার অভিযোগ তুলছেন তারা।
পড়ুন: স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল
দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর |
ইম/


