19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

শহীদ আবু সাঈদকে নিয়ে শফিক তুহিনের গান

নিজের জীবন দিয়ে বাংলাদেশকে এক নতুন বিজয় এনে দিয়েছেন শহীদ আবু সাঈদ। যে মাটি থেকে এককালে কৃষক বিদ্রোহের নেতা নুরুলদীন জেগে ওঠার ডাক দিয়েছেলিনে, সেখান থেকেই নতুন বাংলাদেশের উত্তরণ ঘটিয়েছেন আবু সাঈদ।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বৈষম্যবিরধী আন্দোলনে প্রথম শহীদ হন। দাবি আদায়ে পুলিশের সামনে বুক চিতিয়ে দিয়ে না ফেরার দেশে চলে গেলেও থেকে গেছেন আমাদের মনে সারাজীবনের জন্য। তাকে বলা হচ্ছে আন্দোলন আর দ্রোহকাব্যের রচয়িতা।

এবার সেই আবু সাঈদকে নিয়ে গান প্রকাশ করেছেন গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন। মূলত এই নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগে তার আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়েই এই গান তৈরি করেন শফিক তুহিন।

গানটির শিরোনাম ‘বিজয়ের গল্প’। গানটি সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) এই গানটি শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

‘বুক চিতিয়ে নির্ভয়ে যে দাঁড়াতে পারে, ভয় দেখিয়ে আর লাভ কি বলো তারে?, বৈষম্য আর অনিয়মে, জ্বলে উঠেছে ক্রমে ক্রমে, অধিকারের জন্য বিলিয়ে প্রান মৃত্যুকে করছে মহান…,আবু সাঈদ প্রতিকী হয়ে ওঠা সংগ্রামের বিকল্প ফুল হয়ে ফোটা বিজয়ের এক গল্প’- গানটির এই কথাগুলো শুনলেই যেন আবু সাঈদ আমাদেরকে তার আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় কিভাবে তিনি আমাদের এক বিজয়ের বাংলাদেশ এনে দিয়েছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন