জুলাই গণঅভ্যুত্থানের মহান বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের দ্রুত বিচারের দাবিতে আখাউড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে আখাউড়া উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে রেলওয়ে স্টেশন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে এনসিপির সম্ভাব্য পদপ্রার্থী প্রকৌশলী আমিন চৌধুরী, এনসিপির নেতা আসিফ নেওয়াজ সরকার এবং মোঃ রুবায়েদ।
বক্তারা বলেন, শহীদ শরীফ উসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন সাহসী ও আপসহীন বিপ্লবী নেতা। তার হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে খুনীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিপ্লবী ছাত্র-জনতা। কর্মসূচি শেষে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পড়ুন- রূপগঞ্জে দুর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু গ্রেফতার
দেখুন- উদ্ধারের পর হে/ন/স্থা/র শি/কা/র ডেইলি স্টারের দুই নারী সাংবাদিক


