২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শিশু শহীদ জাবির ইব্রাহীমের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিদ্যালয় গুলোতে এক হৃদয়স্পর্শী ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
মাত্র ছয় বছর বয়সী জাবির ইব্রাহীম ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়নের উত্তর গেইটের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এ শহীদের গেজেট নম্বর— ৪০৬ এমআইএস (MIS) 22449।
সে কোনো রাজনীতিবিদ, কোনো অপরাধী বা যোদ্ধা ছিলেন না— ছিলেন একজন শিশু, স্বপ্ন ও সম্ভাবনায় ভরা এক কচি প্রাণ। তার এই নির্মম মৃত্যু গোটা জাতিকে নাড়া দেয়।
তাঁর স্মৃতিকে অম্লান রাখতে উপজেলার নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও অন্যান্য বিদ্যালয় গুলোর চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতীকীভাবে ‘এক শহীদ, এক বৃক্ষ’ শিরোনামে এই কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ নেয় এবং শহীদ জাবিরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক বলেন,
“শিশুদের মধ্যেই জাতির ভবিষ্যৎ। শহীদ জাবির ছিল সেই ভবিষ্যতের এক প্রতীক। আজকের বৃক্ষরোপণ শুধু একটি গাছ রোপণ নয়— এটি তার জীবনের প্রতি শ্রদ্ধা এবং আমাদের দায়িত্ববোধের প্রকাশ।”
এই আয়োজনে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার জি এম রাশেদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো. ফয়সল উদ্দিন, থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন, শহীদ জাবির ইব্রাহীমের বাবা কবির হোসেন ভূইয়া, চাচা অ্যাডভোকেট নাজমুল হোসেন ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক , অভিভাবক এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
জাতির প্রতিটি শহীদের প্রতি সম্মান জানাতে এমন উদ্যোগগুলো দেশজুড়ে ছড়িয়ে পড়ুক— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পড়ুন: বিমান বিধ্বস্ত : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাঙামাটির সন্তান উক্যচিং মারমা
দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ
ইম/


