চলচ্চিত্রের সর্বোচ্চ নায়ক শাকিব খান বর্তমানে শুধু পর্দায়ই নয়, ব্যবসা এবং খেলার মাঠেও নিজেদের সফলতা অর্জন করছেন। দীর্ঘদিন ধরেই শাকিব খান বাংলা সিনেমার এক অভিজ্ঞান হয়ে উঠেছেন। তবে শুধু সিনেমার নায়ক নয়, সাম্প্রতিক সময়ে তার ব্যবসায়িক উদ্যোগ এবং খেলার মাঠেও তার উপস্থিতি আলোচনায় এসেছেটই ঢাকা ক্যাপিটালস বিপিএল দল কেনা এবং তার প্রতিষ্ঠান ‘রিমার্ক’ এর সাফল্য শাকিবকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমার্ক’ সম্প্রতি একটি নতুন মাইলফলক অর্জন করেছে।
প্রতিষ্ঠানটি বিশ্বের একশো বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ করেছে এবং বিএসটিআই সনদ লাভ করেছে। এই অর্জনটি দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সম্প্রতি রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে খান ও জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদসহ আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাকিব খান তাসকিন আহমেদকে স্বচক্ষে দেখে বেশ খুশি হন। তাসকিন সঙ্গে সিনেমায় কাজ করার বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তাসকিন জানান, তিনি ভাই খুব সুন্দর মানুষ এবং সিনেমায় তার সঙ্গে কাজ করতে হলে বলতেই হবে “অবসর নিয়ে এসো।” এরপর খান তাসকিনের প্রশংসা করে বলেন, ‘বিপিএলে তাসকিন খুব ভালো খেলেছে। সে নিজেও একজন হিরো হয়ে গেছে।’
এছাড়াও তার দল ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় তানজিদ তামিমের প্রশংসা করেন এবং বলেন, “সে হিরো হয়ে উঠেছে, বিপিএলে খুব ভালো খেলেছে।”
এদিকে ঈদে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির টিজার এবং গান প্রকাশের পর এটি ব্যাপক সাড়া ফেলেছে। খান বলেন, “আগে বাংলা সিনেমার টিজার এবং গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো। এখন সারাবিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলছেন। এর মানে, আমাদের সিনেমা বিশ্বের মানুষের নজরে এসেছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম।”
‘বরবাদ’ সিনেমার জন্য অত্যন্ত আশাবাদী। তিনি বিশ্বাস করেন, যারা সিনেমাটি দেখবেন তারা এটি পছন্দ করবেন।
শাকিব খান তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। তার সিনেমা, ব্যবসা, এবং খেলার মাঠে অর্জিত সাফল্য তাকে আরও জনপ্রিয় এবং সফল করে তুলছে। শাকিব খান আজকাল শুধু একটি সিনেমার নায়ক নন, তিনি একটি সম্পূর্ণ ইন্ডাস্ট্রির একচ্ছত্র অধিপতি।তার সাফল্যের এই যাত্রায় আরও নতুন নতুন চ্যালেঞ্জ এবং অর্জনের পথে এগিয়ে চলছেন খান।
পড়ুন: বরবাদের টিজার নিয়ে যা বললেন বুবলী
দেখুন: খানের বাড়িতে মধ্যরাতে হামলা |
ইম/