ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ (২৮ মার্চ)। আজ থেকে প্রায় ৪২ বছর আগে ১৯৮৩ সালের এই দিন নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। শাকিব খান, যার প্রকৃত নাম ছিল মাসুদ রানা, চলচ্চিত্রে পদার্পণ করার পর তার নাম বদলে শাকিব খান রাখেন। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তবে, ২০০৭ সাল থেকে ‘কিং খান’ হিসেবে পরিচিতি লাভ করেন এবং এরপর তিনি ঢাকাই চলচ্চিত্রে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করেন।

শাকিব খান শুধু একটি দেশের দর্শকদের নয়, তার অভিনয়ের দক্ষতা দিয়ে এখন টালিউড এবং বলিউডেও সুনাম অর্জন করেছেন।
তিনি বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা। তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘মুখোশধারী’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ‘মাই নেম ইজ সুলতান’ ইত্যাদি। তার অভিনয় প্রতিভা তাকে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করেছে।
এছাড়া, খান তার ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় রয়েছেন। তিনি অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে দাম্পত্য জীবনে ছিলেন, কিন্তু দুজনের সঙ্গেই সম্পর্ক স্থায়ী হয়নি। যদিও বর্তমানে তাদের সম্পর্ক অতীত হয়ে গেছে, তবুও শাকিব খানের প্রতি তাদের ভালোবাসা কোনোভাবেই কমেনি।
এবার, খানের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। অপু বিশ্বাস ফেসবুকে একটি সিনেমার দৃশ্যে দুজনের একটি ফ্রেম শেয়ার করে ভালোবাসার ইমোজি সহ লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ তিনি আরও হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমার শাহরুখ খান’। অন্যদিকে, শবনম বুবলীও তার প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা খান’। এদিকে, খানের চলচ্চিত্র ক্যারিয়ার আরো গতিশীল হতে চলেছে, কারণ ঈদুল ফিতরে তার দুটি ছবি মুক্তি পাবে। ছবির নাম হলো ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’।
খানের প্রভাব শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। তিনি বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা হিসেবে এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। তার দক্ষ অভিনয় ও চলচ্চিত্রে দীর্ঘযাত্রার জন্য খান আজও বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হিসেবে পরিচিত।
পড়ুন: তামিম ইকবালের সুস্থতা কামনা করলেন খান
দেখুন: খানের বাড়িতে মধ্যরাতে হামলা |
ইম/