21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। স্কচটেপে মোড়ানো ৩৮ পিস স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

আজ বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়েছে। 

বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের পরিচালক প্রদীপ কুমার সরকার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাস্টমসের সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে মাস্কাট থেকে আসা সালাম এয়ার এয়ারলাইন্সের ফ্লাইট নং ওভি-৪৯৭ আনুমানিক ভোর সাড়ে ৫টায় ল্যান্ড করে। এবং এই বিমানটি তল্লাশি করা হলে সিট নম্বর ২ (ডি-ই-এফ) এর ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে স্কচটেপ খুলে ৩৮ পিস স্বর্ণের বার পাওয়া গিয়েছে, যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম।

তিনি আরও বলেন, জব্দ করা স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। এসব স্বর্ণ ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন