১৫/০১/২০২৬, ৬:১২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৬:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শাহপরান থানার ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

সিলেটে পোল্যান্ড প্রবাসী নাজমুল ইসলামের পরিবার শাহপরান থানার পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলেছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) সিলেট নগরের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী ডা. ফাতেমা আক্তার রিয়া ও মা রুবিনা আক্তার রুবি অভিযোগ করেন, পুলিশ তাদের পরিবারের কাছে চাঁদা দাবি ও হুমকি দিয়েছে।

অভিযুক্তরা হলেন— শাহপরান থানার ওসি মনির হোসেন, ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য, এসআই অঞ্জন কুমার দেবনাথ, এসআই মিজানুর রহমান ও এএসআই ইমরান বিন রাজ্জাক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালের ১৬ মার্চ পারিবারিক বিরোধের জেরে নাজমুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মোটরসাইকেল চুরির মামলা (নং: শাহপরান CR ৪১২/২০২৫) দায়ের করা হয়। জাল সেলস ইনভয়েস তৈরি করে মামলা রুজু করা হয়, অথচ মোটরসাইকেলটি তার নামে ক্রয় করা হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, প্রথমে ২০ হাজার টাকা, পরে ৭ হাজার টাকা নেওয়া হয়; পরবর্তীতে আরও ৫ লাখ টাকা দাবি করে পুলিশ কর্মকর্তারা। দুই লাখ টাকা দেওয়ার পরও বাকি তিন লাখ না দেওয়ায় হুমকি দেওয়া হয় তার ছবি পত্রিকায় প্রকাশের।

বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা রিমান্ড আবেদন নামঞ্জুর করে মন্তব্য করেন, “এটি পারিবারিক শত্রুতার বহিঃপ্রকাশ।” মামলাটি বর্তমানে সিআইডি ও জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত করছে।

সংবাদ সম্মেলনে অভিযুক্ত কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

পড়ুন : বন্ধুর ভিডিও ফাঁসের জেরে কলেজছাত্র মতিউরের করুণ মৃত্যু সিলেটে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন