ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। দাবি না আদায় হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তারা।
দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম জীবন ২৫ হাজার টাকায় চলে না সংসার। তাই দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।
তাই দাবি আদায়ের লক্ষে দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন তারা। দাবীর পক্ষে দেন নানা স্লোগান।
এক পর্যায় পুলিশ এসে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। সাফ জবাব আন্দোলনকারীদের এবার আর সরবেন না তারা।
দীর্ঘ দিন ধরে দাবি পুরণে আশ্বাস দিয়েছে বিভিন্ন পক্ষ। কাজ হয়নি তাতে, এতে ক্ষুব্ধ তারা। এবার কমিটেমেন্ট চান স্বাস্থ্য উপদেষ্টার।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে না ফিরে যাওয়ার কথাও বলেন আন্দোলনকারীরা।
গেলো বছর দুইয়েক ধরেই পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা তাদের ভাতা বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছিলো। দাবির প্রেক্ষিতে ২০ হাজার থেকে বৃদ্ধি করে ২৫ হাজার করা হয়েছিলো। এবার দাবি তা বাড়িয়ে ৫০ হাজার করা হউক।
এনএ/