রাজধানীর শাহবাগে নিয়োগের দাবিতে অনড় অবস্থানে প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। নিয়োগ প্রত্যাশীরা রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড়ে বিক্ষোভে নামেন তৃতীয় ধাপে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এ সময় তারা উই ওয়ান্ট জাস্টিসসহ বিভিন্ন স্লোগানে রাস্তা অবরোধ করেন।

পুলিশ তাদের সরাতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ, দফায় দফায় জলকামান, আটক, টিয়ারগ্যাস ছোড়ে প্রশাসন। তবে পুলিশি বাধা উপেক্ষা করেই রাস্তায় বসে পড়েন শিক্ষকরা জানান, নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক।
পুলিশের কঠোর অবস্থানের পর বিক্ষোভ কিছুটা প্রশমিত হলেও,দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা।

শিক্ষকদের আন্দোলনে বন্ধ হয়ে যায় শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড অভিমুখের উভয় পাশের যান চলাচল। তীব্র যানজট দেখা যায় আশেপাশের সড়কে।
এনএ/


