26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

শিক্ষার্থীদের রক্ত দেখতে চান না জাতীয় দলের তারকারা

সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। এরসাথে এবার যুক্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকারা। আর রক্ত না ঝরুক করেছেন সেই আহবান, চেয়েছেন এই সমস্যার দ্রুত সমাধান।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল। এই আন্দোলনে ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে এবার দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকারা।

শিক্ষার্থীদের পক্ষ নিয়ে রক্তপাত বন্ধে সবার আগে আহ্বান জানিয়েছিলেন জাতীয় দলের দুই তারকা তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম। হৃদয় লিখেছেন আর যেন কারোর রক্ত না ঝড়ুক। শরীফুলেরও আহবান রক্ত না ঝড়ার।

এই তালিকায় নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজরাও। মুশফিক লিখেছেন তিনি আর সহিংসতা দেখতে চাননা। তানজিদ তামিম চান এর যৌক্তিক সমাধান।

আর আফিফ লেখেন দেশটা সবার। চলমান সংকট সমাধান হোক দ্রুত। মেহেদি মিরাজ খেলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই এদের একফোটাও রক্ত না ঝড়ুক। এই তালিকায় যুক্ত হয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম এবং অ্যাথলেট রোমান সানা।

ফাহিম লিখেন, আমরা আবু সাইদের মত সূর্য সন্তানদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযাদ্ধাদের মুখামুখি করে দিলাম।বুঝতে চাইলাম না তাদের মনের কথা, তাদের অভিমানের কথা। আর রোমান সানা রিয়েল হিরো হিসেবে আখ্যা দেন নিহত আবু সাইদকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন