২৯/০১/২০২৬, ২৩:২২ অপরাহ্ণ
21 C
Dhaka
২৯/০১/২০২৬, ২৩:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও নারী ধর্ষণের বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্তে মুক্তি ও এক পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগে বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে ‘রাঙামাটি আদিবাসী ছাত্র সমাজের’ ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণ পর্যন্ত গিয়ে পুনরায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ফিরে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে সমাবেশ করে। এসময় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে সব ধরণের যান চলাচল বন্ধ থাকে।

কর্মসূচিতে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী সুজন চাকমার সভাপতিত্বে সমাবেশে রাঙামাটি সরকারি কলেজ শিক্ষার্থী মেরিন বিকাশ ত্রিপুরা বলেন, ‘কাউখালীতে সেটেলার কর্তৃক আদিবাসী এক বোন ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা জন্য সমবেত হলে আমাদের পুলিশ প্রশাসন বাধা দিয়ে সমাবেশ করতে দেয়নি। এর থেকে বুঝা যায় পার্বত্য চট্টগ্রামে প্রশাসনের ভূমিকা কী রকম, তাদের আচারণ কী রকম। তারা পাহাড়ে নির্যাতন, নিপীড়ন ধর্ষণের ঘটনাগুলো তারা তাদের ওপর মহলে অবগত করতে চান না। সব কিছু দামা চাপা দিয়ে রাখে।’ এসময় দ্রুত অপহৃত পাঁচ শিক্ষার্থীসহ আদিবাসী নারীর ধর্ষণের বিচার করা না হলে আরও কঠের আন্দোলনের হুঁশিয়ারি জানান তিনি।

বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদার বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি করেছিলাম আমরা যেন ভালো করে বিঝু, পহেলা বৈশাখ পালন করতে পারি। কিন্তু এই উৎসব চলমান থাকার সময়েও পাহাড়ের বিভিন্ন জায়গায় ধর্ষণ, অপহরণসহ নানা ঘটনা ঘটে চলতেছে। এর থেকে বুঝা যায় পার্বত্য চট্টগ্রামে যে নোংরা রাজনীতির খেলা সে খেলায় প্রশাসনেরও সম্পৃক্ততা রয়েছে।’

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রুমেন চাকমা বলেন, ‘পাঁচ শিক্ষার্থীকে অপহরণের সঙ্গে যারা জড়িত তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে এখনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না।আইনশৃঙ্খলা বাহিনী অপহরণকারীদের ধরা নামে যদি সাধারণ জণগণকে হয়রানি করে তাহলে সাধারণ জনগণ বসে থাকবে না। সন্ত্রাসী যে দলগুলো রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার। এই পদক্ষেপ গ্রহণকরা না হলে সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি কবিতা চাকমা, শিক্ষার্থী হিমেল সহ আরও অনেকে। পরে সমাবেশ শেষ রাঙামাটি জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

পড়ুন: ঝিনাইদহে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

দেখুন: নকল ঠেকাতে শিক্ষার্থীদের যে ছবি ভাইরাল 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন