খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীর মুক্তি দাবিতে রাঙামাটি সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিপি সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পিসিপি রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সজল চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্ঞান চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন- পিসিপি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক করুন জ্যোতি চাকমা, সহসভাপতি সচিব চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সরকারি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক সূচনা চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, অপহরণের পর ৬ দিন পেরিয়ে গেছে। চারদিক থেকে প্রতিবাদ হচ্ছে। তবুও অপহৃত শিক্ষার্থীদের মুক্তি দেয়া হচ্ছে না।অপহৃতদের মা-বাবা ও আত্মীয় স্বজনরা গভীর উৎকন্ঠায় দিনরাত পার করছেন। এসময় অপহৃত শিক্ষার্থীদের ‘অক্ষত অবস্থায়’ দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল চাকমাদের বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) ছাত্র সংগঠন পিসিপির চবি শাখার এক সদস্যসহ ৫ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠে।
অপহৃতরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো। তারা সকলে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এরমধ্যে কেবল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা পিসিপি চবি শাখা কমিটির সদস্য।
অপহরণের ঘটনার পর থেকেই ইউপিডিএফকে (প্রসিত খীসা) দায়ী করে আসছে জেএসএস সর্মথিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। ইউপিডিএফের বরাবরই মতোই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
এদিকে, খাগড়াছড়িতে অপহরণের ঘটনার পর ১৭ এপ্রিল রাঙামাটির কাউখালী উপজেলায় এক মারমা তরুণীকে মারধর ও ধর্ষণের অভিযোগ উঠে এক বাঙালি তরুণ ও তার সহযোগী আরেক পাহাড়ি তরুণের বিরুদ্ধে। খাগড়াছড়িতে ৫ শিক্ষার্থীকে অপহরণ ও রাঙামাটিতে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগের মধ্যেই গত শনিবার (১৯ এপ্রিল) খাগড়াছড়িতে রবি অপারেটর কোম্পানির দুই টেকনেশিয়ানকে অপহরণের খবর এল।
পড়ুন: নেত্রকোনায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে যৌননিপীড়নের অভিযোগ ৪ বখাটের বিরুদ্ধে
দেখুন: ৫ চবি শিক্ষার্থীদের উদ্ধারে খাগড়াছড়িতে চলছে যৌথ বাহিনীর অভিযান |
ইম/


