১৪/০১/২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শিক্ষিকার গলা কেটে হত্যার চেষ্টা, প্রাক্তন স্বামী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শারমিন সুলতানা (৩৭) নামের এক শিক্ষিকাকে গলা কেটে হত্যার হত্যার চেষ্টা করা হয়েছে। এঘটনায় আহত স্ত্রী সুলতানা প্রাক্তন স্বামীকে আসামী করে গতকাল মঙ্গলবার রাতেই থানায় মামলা করেন। পরে ওই রাতেই আসামি আতাউরকে গ্রেফতার করেন পুলিশ।

বিজ্ঞাপন

আহত শারমিন সুলতানা উপজেলার নলডাঙ্গার মৃত বজলার রহমান মন্ডলের মেয়ে ও জুনিদপুর ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষিকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শয্যায় আহত শারমিন সুলতানাকে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে। এসময় কাটাক্ষত যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি।

এজাহার সুত্রে জানা গেছে- সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চক নারায়ন গ্রামের আমজাদ আলী মন্ডলের ছেলে আতাউর রহমানের সঙ্গে শারমিন সুলতানার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। এরই মধ্যে আতাউর রহমান বিভিন্ন অজুহাতে শারমিন সুলতানাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এ ধরনের নির্যাতন সহ্য করতে না পেরে দুই বছর আগে শারমিন বিবাহবিচ্ছেদ করে। এর পর দুই সন্তান নিয়ে বাবার বাড়ির থেকে শারমিন ওই মাদরাসায় গিয়ে পাঠদান করে আসছেন।

তার প্রাক্তন স্বামী আতাউর রহমান প্রায়ই সেখানে গিয়ে শারমিনকে হুমকি ও মিথ্যা অপবাদ দিয়ে আসেন। এরই একপর্যায়ে গতকাল সোমবার দুপুরের দিকে আতাউর রহমান শিক্ষিকার মাদরাসায় গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মারধরের চেষ্টা করলে সহকারী শিক্ষকরা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এরপর বিকেলে দিকে আতাউর রহমান আবারও ক্ষিপ্ত হয়ে নলডাঙ্গার শামিম মিয়ার দোকানের সামনে শারমিনের ছেলে শাকিবুল হাসান সিহাব (১১) কে আটক করে মারপিট করেন। এ সংবাদ পেয়ে শারিমন এগিয়ে গেলে তাকেও মারপিট করার পর ধারালো কাঁচি দিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করেন।

ভুক্তভোগী শারমিন সুলতান বলেন, আতাউর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরও আমাকে প্রায়ই হত্যার হুমকি দিয়ে আসছে। এতে দুই সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক সুজন সরকার বলেন, বাদী শারমিনের মামলার পরিপ্রেক্ষিতে আসামি আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন- সুস্বাস্থ্যের পথে পুষ্টি জ্ঞান: ইসলামপুরে তিনদিনের ফলিত পুষ্টি প্রশিক্ষণ সমাপ্ত

দেখুন- তারেক রহমানের প্ল্যান নিয়ে বৈঠক শেষে যা জানালেন মান্না

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন