21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

শিবপুরে প্রার্থী এমপির স্ত্রী, প্রভাব বিস্তারের অভিযোগ

প্রচারের শেষে মুহুর্তে জমজমাট নরসিংদীর কৃষি নির্ভর এই উপজেলা শিবপুর। স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাই অন্যান্য প্রার্থীরা রয়েছেন নানা শংঙ্কায়।

শিবপুর উপজেলা পরিষদ  নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী ফেরদৗসী ইসলাম প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এছাড়া ভোটের মাঠে আছেন আছেন  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা। তাঁদের অভিযোগ, স্বতন্ত্র সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা দলীয় নির্দেশনা মানছেন না। ভোটে প্রভাব বিস্তার করছেন।

সেজন্য সব প্রস্তুতি নিয়েছে নির্বাচনী কর্মকর্তারা।

শিবপুর উপজেলায় ২ লাখ ৬৮ হাজার ৪৬১ জন ভোটারের জন ভোটার রয়েছেন। সুষ্ঠু ভোটের আশা করছেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন