দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, পড়াশোনার পাশাপাশি সুন্দর-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই। যারা খেলাধুলা করে তাদের মনে কোন হিংসা থাকে না, অসামাজিক কাজে তারা সম্পৃক্ত হয় না। সুস্থ্য জাতি গঠনে প্রতিটি শিক্ষার্থীকে নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। তাহলেই তারা নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।
১৪ জানুয়ারী বুধবার তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুরের আয়োজনে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ দিনাজপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান ও দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম। ৫৪তম শীতকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ৪৩টি ইভেন্ট এর ক্রীড়া পরিচালনা করেন মোঃ মোশারফ হোসেন, মোঃ মোতাহার হোসেন, মোঃ মঞ্জুরুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন ও প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। বিজয়ীদের মাঝে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।
পড়ুন- খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের বাতিঘর, আলো নিভলেও পথ হারাবে না বাংলাদেশ : নাগরিক শোক সভায় বক্তারা


