১৫/০১/২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা

নোয়াখালীতে গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তার সুস্থতা প্রত্যাশায় ছিন্নমূল-অসহায়-গরীব মানুষের কাছে দোয়া চেয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন রকি।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে জেলা শহর মাইজদী পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব ছিন্নমূল-অসহায়-গরীব মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন ছাত্রদল নেতা রকি।

শীতের তীব্রতায় বিপর্যস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এই কম্বল বিতরণ আয়োজন করা হয়। শহরের রেলস্টেশন এলাকা, হাসপাতাল চত্বর, মাইজদী বাজারসংলগ্ন পথচারীদের মাঝে একে একে শীতবস্ত্র পৌঁছে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন অনেকে। এক ছিন্নমূল নারী চোখের কোণে পানি নিয়ে বলেন, সারাদিন ঠান্ডায় কাঁপছিলাম। রাতটা কীভাবে কাটবে জানতাম না। এ কম্বলটা আমার জন্য অনেক বড় উপহার। আল্লাহ তাদের ভালো করুক।

কম্বল বিতরণে অংশগ্রহণকারী একজন তরুণ ছাত্রদল কর্মী জানান, শীত শুধু ধনীদের মতো নয়, গরিব মানুষের জন্য আরও কঠিন। তাই নেতার নির্দেশে আমরা চেষ্টা করেছি অন্তত কিছু মানুষের মুখে হাসি ফোটাতে।

শীতবস্ত্র বিতরণ শেষে ছাত্রদল নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন।

জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন রকি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনাই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শীতের রাতে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করি। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ছাত্রদল সবসময় মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবে।

পড়ুন- সোনারগাঁ সরকারি কলেজে প্রথমবার শিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত

দেখুন- গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতের ছাত্র-যুব সমাবেশ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন