কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিকতার উষ্ণ আলো ছড়িয়ে দিলেন ইফতেখার লেমন চৌধুরী। তাঁর নেতৃত্বে ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাঁচ শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জ উপজেলার কয়ড়া চৌধুরী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে উষ্ণ কম্বল তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে শীতের তীব্রতায় দুর্বিষহ জীবনযাপন করা মানুষদের মাঝে এ সহায়তা এনে দেয় তাৎক্ষণিক স্বস্তি ও মানসিক সাহস।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জালাল উদ্দীন, ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার লেমন চৌধুরী।
ইফতেখার লেমন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “সমাজের অবহেলিত মানুষদের কষ্ট লাঘব করা কেবল সহানুভূতির বিষয় নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব। শীত, দুর্যোগ কিংবা যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”
তিনি জানান, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি আহ্বান জানান এবং বলেন, সম্মিলিত উদ্যোগই পারে মানবিক সমাজ গড়ে তুলতে।
শীতবস্ত্র পেয়ে অনেক শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। কারও চোখে ছিল কৃতজ্ঞতার জল, কারও মুখে দীর্ঘদিন পর স্বস্তির হাসি। স্থানীয়দের মতে, লেমন চৌধুরীর এই উদ্যোগ শুধু শীত নিবারণের কাজই করেনি, বরং মানবিকতার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।
মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশন ইতোমধ্যেই এলাকায় সামাজিক উন্নয়নের একটি আস্থার নাম হয়ে উঠেছে।


