১৫/০১/২০২৬, ১৫:১৯ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৫:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৭৮তম কান চলচ্চিত্র উৎসব

শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ মে) রাত ১১ টা ১৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।

কান চলচ্চিত্র উৎসব যতটা সিনেমার প্রতিযোগীতা, ঠিক ততটাই তারকাদের ফ্যাশন আর সৌন্দর্যের প্রতিযোগীতা। ফ্রান্সের সাগর পাড়ের শহরে উপস্থিত প্রত্যেক তারকা তার সবচেয়ে জমকালো, সুন্দর পোশাক আর সৌন্দর্য নিয়ে উপস্থিত হন কানের লালগালিচায়। অনেকে তো হাজির হন একেবারে স্বচ্ছ পোশাকে।

এই বিষয়কে মাথায় রেখে কানের লাল গালিচায় এ বছর আনুষ্ঠানিকভাবে ‘নগ্নতা’ এবং ‘অতিরিক্ত লম্বা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে। ২০২২ সালে কানের লাল গালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরোকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পাম ডি’অর পুরস্কার দেওয়া হবে। কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী উৎসবেই এই সম্মান দেওয়া হবে রবার্ট ডি নিরোকে। সেইসঙ্গে আগামী ১৮ মে নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ পুরস্কারে সম্মানিত করা হবে।

কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে হলিউড সুপারস্টার টম ক্রুসের ‘মিশন ইমপসিবল’র স্পেশাল স্ক্রিনিং হবে। ফ্রান্সের ‘গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে’ আগামী ১৪ মে বুধবার এই সিনেমা দেখানো হবে।

১৩ মে থেকে শুরু হয়ে ২৪ মে শনিবার পর্যন্ত এবারের কান চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে। যেখানে সরাসরি সম্প্রচার যেমন হবে, তেমনই ফেস্টিভ্যাল দে কান ইউটিউব চ্যানেলের ২৪ ঘণ্টার সরাসরি সম্প্রচার করবে আয়োজকরা।

বিজ্ঞাপন

পড়ুন : কেউ ছবি তুলতে এলে কখনোই ফিরিয়ে দেই না: সামান্থা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন