19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

শুরু হলো চলতি বছরের হজ ফ্লাইট

জেদ্দার উদ্দেশে ছেড়ে গেলো বিমানের এ বছরের প্রথম হজ ফ্লাইট। যাত্রী ছিলেন ৪১৫ জন। সকালে ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। হজযাত্রীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করার আহবান জানান তিনি। এর আগে, ভোরে সৌদি এয়ারের প্রথম ফ্লাইটে রাত সোয়া ৪টায় ঢাকা ত্যাগ করেন ৪১৩ হজযাত্রী।

এরপর সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমান দ্বিতীয় ফ্লাইটে সৌদি যান‌ ৪১৭ জন। ভোর সাড়ে ৫টায় ফিতা কেটে বিমানের প্রথম ফ্লাইটের উদ্বোধন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। হজযাত্রীদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহবান জানান তিনি।

বিমানের এমডি শফিউল আজিম জানান, হজযাত্রীদের জন্য সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন