25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

‘শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন রিজভী

‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ মর্মে সংবাদ মাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর একটি বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বক্তব্যের সংশোধনীতে রুহুল কবির রিজভী বলেন, আজ গণমাধ্যমে প্রকাশিত ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে’ মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত: ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে।

মঙ্গলবার দুপুরে বিএনপি সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বক্তব্যের সংশোধনী দিয়েছেন রিজভী।  এরআগে সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস-আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।’

আরও: আওয়ামী লীগ অফিসের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান
আরও: ৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি
আরও: বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি: মির্জা ফখরুল
দেখুন: খালেদা জিয়ার সাজার রায় স্থগিত, আপিলের অনুমতি
আরও: শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী গ্রেফতার
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন