19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও জেলে যেতে হবে:ফারুক

পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে। একদিনের জন্য হলেও তাকে কারাগারে যেতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা ভারতে বসে আরামে কফি খাচ্ছেন আর পার্কে ঘুরে বেড়াচ্ছেন অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন তাকে বাংলাদেশে আসতেই হবে বিচারের জন্য।

খালেদা জিয়াকে জেলে পাঠাতে পারেন আপনাকেও দেশে আসতে হবে জেলে যেতে হবে আয়না ঘরে যেতে হবে।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস পর কিভাবে ভারতে পালিয়ে গেলে উপদেষ্টারা জানেন না। তাহলে জানে কে? এমন প্রশ্ন রেখে বিএনপির এ নেতা সরকারের উপদেস্টাদের সমালোচনা করেন।

সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির এ নেতা বলেন বেশি কথা না বলে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার কোন কারণ নেই। জনগনের প্রত্যাশা অনুযায়ী কাজ করেন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুণ।

ভারতে উদ্দেশ্যে ফারুক বলেন, সোজা হয়ে যান, মোদী, মমতা বা প্রিয়াংকা গান্ধি কি বলল তাতে বাংলাদেশের কিছু যায় আসেনা। আগরতলার পাশে বি-বাড়িয়া আছে ভারতের জন্য বি-বাড়িয়ায় যথেষ্ট।

বাংলাদেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে কাজেই সংখ্যালঘু নিযার্তনের কথা বলে লাভ নেই। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল সত্য তবে বিনিময়ে লুটপাট করে নিয়ে গেছে।

অন্তর্বতী সরকারের উদ্দেশ্যে বলেন, ভারত কি বলল তা নিয়ে চিন্তা করার কিছু নেই। বরং দেশের মানুষের কথা ভাবুন। সামনে রোজা আওয়ামীলীগের লোকজন যাতে সিন্ডিকেট করতে পারে সেদিকে দৃষ্টি রাখুন।

এনএ/

আরও পড়ুন: গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ

দেখুন: খালেদা জিয়ার মুক্তি আন্দোলন: আসছে নতুন কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন