29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পতনের কারণ অনুসন্ধানে কমিটি গঠন

শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা। অব্যাহত দর পতনের প্রতিবাদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা।

আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে সংগঠনটির নেতৃবৃন্দসহ সাধারণ বিনিয়োগকারীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

এদিকে দরপতনের কারণ খতিয়ে দেখতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। গঠিত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক শামসুর রহমান, বিএসইসির উপ-পরিচালক ওরিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সিডিবিএল’র সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।

বিএসইসির আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের এমন পতন হওয়াকে অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করছে কমিশন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে পতনের বিষয়ে তদন্ত করা প্রয়োজন বলেও মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। এ জন্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কার্যক্রম প্রসঙ্গে আদেশে উল্লেখ রয়েছে, তদন্ত কমিটি ডিএসইএক্স সূচকের সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতার পেছনে কারণগুলো চিহ্নিত করবে। বাজারে গুজব ছড়ানোর সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করবে। অন্য কোনও আনুষঙ্গিক বিষয় থাকলে তা চিহ্নিত করবে। বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য সুপারিশ দেবে। আর তদন্ত কর্মকর্তারা আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন এবং কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন