16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বিকেলে অর্থ উপদেষ্টা-বিএসইসি বৈঠক

শেয়ারবাজার ভালো করতে আসছে একগুচ্ছ সহায়তা

শেয়ারবাজার ভালো করতে একগুচ্ছ নীতি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কি কি সুবধিা দিলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা প্রাণ ফিরে পাওয়ার পাশাপাশি অন্যান্য বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবেন সে বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত।

আজ বিকেল ৩টায় বাংলাদশে সিকিউিরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) যাবনে র্অথ ও বাণিজ্য উপদষ্টো ড. সালেহ উদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরই পরবর্তী পদক্ষপে নিবে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে টানা পতনরে পর কিছুটা ইতিবাচক খবরে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে শেয়ারবাজার। ভালো করতে আসছে একগুচ্ছ সহায়তা। গতকাল ১১৮ পয়েন্টে সূচক বৃদ্ধির পর আজ ৩০ অক্টোবরও ভালো আচরণ করছে শেয়ারবাজার। ভালো করতে আসছে একগুচ্ছ সহায়তা। বেলা সাড়ে ১২টা র্পযন্ত ডিএসই সূচক বেড়েছে ১১০ পয়ন্টে।

এদিকে শেয়ারবাজারে ভালো করতে আসছে একগুচ্ছ সহায়তা। গতি ফেরাতে বিভিন্ন মেয়াদে নীতিসহায়তা প্রদান করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। জানা যায়, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী বিনিয়োগকারী ও বিদেশি বিনিয়োগকারীদের নানা সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন: দৈন্যদশায় শেয়ারবাজার: সরকারের হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা

এর মধ্যে রয়েছে, বাজারে তারল্য সরবরাহ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির জন্য তহবিল জোগানে সহায়তা, জরিমানার মাধ্যমে বিএসইসির আদায় করা অর্থ বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজে লাগাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি ভালো ও লাভজনক কোম্পানগিুলোকে দ্রুত বাজারে আনতে আইপিও আইন সংস্কার ও কর প্রণোদনার ব্যবস্থা করা হবে।

এছাড়া শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে এক দিনে নামিয়ে আনা, ঋণদাতা প্রতিষ্ঠানগুলোতে যে পরমিাণ অনাদায়ি পুঞ্জীভূত ঋণাত্মক ঋণ (নেগেটিভ ইক্যুইটি) রয়েছে চূড়ান্তভাবে সেগুলোর নিষ্পত্তি করা, উচ্চ সম্পদশালী ব্যক্তিদের বিনিয়োগে উৎসাহিত করতে মূলধনি মুনাফার করহার কমানো, শেয়ার পুনঃক্রয়ব্যবস্থা চালুর বিষয়ে করণীয় নির্ধারণ, বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে ভবিষ্যতে আর কখনো ফ্লোর প্রাইস আরোপ না করা, সুশাসন ও আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন