15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

শেয়ার কারসাজিতে সাকিব আল হাসান

দরপতনে বিনিয়োগকারীদের চাপা ক্ষোভ

শেয়ার কারসাজিতে জড়িত থাকায় জরিমানার সম্মুখীন হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার সাকিব আল হাসান। শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের কারসাজি করায় আজ ২৪ সেপ্টেম্বর সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া সাকিব আল হাসানের সহযোগি মো: আবুল খায়েরকে ২৫ লাখ টাকা, ঈশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ টাকা, মোনার্ক মার্টকে ১ লাখ টাকা, আবুল কালাম মাতবরকে ১০ লাখ টাকা, লাভা ইলেকট্রডস লিমিটেডকে ১ লাখ টাকা এবং জাহিদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে সরকার পতনের পর শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা প্রধান হিসেবে নাটকীয়ভাবে দায়িত্ব পান খন্দকার রাশেদ মাকসুদ। দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারের দুর্নীতি ও অনিয়মরোধে কঠোর অবস্থানও ব্যক্ত করেন। কিন্তু বিএসইসির কমিশনার ড. তারিকুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তাদের ওএসডি’র নামে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। অন্যদিকে শেয়ারবাজারকে টেনে তুলতে কোন ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না।

সূচক বাড়লেও প্রতিদিনই বেশিরভাগ শেয়ারের দরপতন হচ্ছে। লোকসান গুণতে গুণতে বিনিয়োগকারীদের এক প্রকার চাপা ক্ষোভ তৈরি হয়েছে। শেয়ারবাজারে বর্তমান কমিশন যোগ্য নয় তাই পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করছেন বাজার সংশ্লিষ্টরা।
জানা যায়, আজ ২৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৭.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৭.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৮.১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৯.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ২৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৫৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ২১ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৭২৯ টি শেয়ার ১ লাখ ৯৩ হাজার ৬২৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ৬৩ লাখ ১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৭৬০.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৭৩.৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৯৬.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছিল ১১২ টির, কমে ২৩৭ টির এবং অপরিবর্তিত রয় ৪৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.১৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৩১ লাখ ৫ হাজার ৩৪০ টি শেয়ার ১ লাখ ৭৮ হাজার ৫৯৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৭৪ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার টাকা।

সে হিসেবে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১০.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ১৭৫.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। এছাড়া দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৩ লাখ ২৪ হাজার ৮৬১ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন