শেরপুর সদর উপজেলার বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছে শেরপুর পৌরসভা এবং সড়ক ও জনপদ অধিদপ্তর। জেলা প্রশাসনের নির্দেশনায় আজ দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার রিজওয়ানুল হক।
অভিযানে জেলা সদর হাসপাতালের সামনে অস্থায়ী দোকান, শেরপুর পুলিশ লাইনের সামনে দেয়াল, খোয়ারপাড় শাপলা চত্বরের আশেপাশের ফুটপাত এবং জেলা খানার পাশে দখল করে গড়ে উঠা প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী খোরশেদ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. শরীফ উদ্দীনসহ অনেকেই।
বিজ্ঞাপন
পড়ুন : অবৈধ ইটভাটার বিরুদ্ধে শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা


