শেরপুরে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। বাড়তি খরচ, কীটনাশক ও সেচ সুবিধার প্রয়োজন না হওয়ায়, এতে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগ বলছে, জেলাটিতে প্রায় ৭ লাখ বস্তায় আদা চাষ হয়েছে।
শেরপুরের তারিফ হাসান ব্যবসায়ী। কৃষি উদ্যোক্তা হতে চেয়েছিলেন। কৃষি বিভাগের সহযোগিতায় বাড়ির পাশে পতিত জমিতে শুরু করেন বস্তায় আদা চাষ।
এক বিঘা জমিতে ৪ হাজার বস্তা। খরচ প্রায় দেড় লাখ টাকা। আয় হতে পারে ৩ লাখ টাকা, আশায় তারিফ।
বস্তায় আদা চাষের বিষয়টি ছিল অবিশ্বাস্য। এখন আগ্রহী অনেকেই।
কৃষি বিভাগ বলছে ছায়াযুক্ত স্থান, পুকুর পাড় ও পতিত জমি এর জন্য উপযুক্ত স্থান। লাগে না বাড়তি যত্ন, কীটনাশক কিংবা সেচ।
জেলার ছায়াযুক্ত পতিত জমি হয়ে উঠবে আদা চাষের বাণিজ্যিক খামার, প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের।