ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১৬জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন। তবে, তিনটি সংসদীয় আসনে মোট ৩০জন প্রার্থী মনোনয়ন কিনেছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, শেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ,স্বতন্ত্র ইলিয়াস উদ্দিন, জাতীয় পার্টির মাহমুদুল হক মনি,বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃসফিকুল ইসলাম, এনসিপির ইঞ্জিনিয়ার মোঃলিখন মিয়া সহ মোট সাতজন প্রার্থী মনোনয়ন জমা দেন।
শেরপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া,জাতীয় পার্টির মোঃ রফিকুল ইসলাম, বিএনপির মোঃইলিয়াস খান,ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃআব্দুল্লাহ আল কায়েস সহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দেন।
শেরপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা,ইসলামি আন্দোলন বাংলাদেশর আবু তালেব মোঃসাইফুদ্দীন সহ মোট চারজন প্রার্থী মনোনয়ন জমা দেন। আগামী ৪জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২০জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ২১জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
পড়ুন : ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল


