শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তবর্তী এলাকায় আড়াই হাজারের বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাষি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান ৬ আগস্ট বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীন নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন সীমান্তবর্তী মায়াঘাষি এলাকায় চোরাকারবারিরা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৭২ পিস ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা পণ্যের বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। চোরাকারবারিরা মোটরসাইকেল রেখে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জব্দকৃত মালামাল আমাদের তত্বাবধানে রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
পড়ুন: উপাচার্য-রেজিস্ট্রারের সামনে, সাংবাদিকদের মারার হুমকি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার
দেখুন: মিয়ানমারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে সেনাপ্রধান
ইম/


