ব্যাপক সাফল্য অর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়ালটন আয়োজিত শিল্পমেলা- অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন বা এটিএস এক্সপো-২০২৪।
গতবারের মত এবারও দেশি-বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে এই শিল্পমেলা। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৩৫০ কোটি টাকার ক্রয়াদেশ পেয়েছে ওয়ালটন।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল-৩ এ আয়োজিত এটিএস এক্সপো-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে, আয়োজক প্রতিষ্ঠান ওয়ালটন এই তথ্য জানায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশীর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন। ছিলেন ওয়ালটন পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস- চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভীসহ সংশ্লিষ্টরা।
টিএ/