আর কয় দিন পরই ঈদ। শেষের দিকে তাই জমজমাট দেশের বিভিন্ন জায়গার ঈদের বাজার। নওগাঁয় পোশাকের দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে শরীয়তপুরে নানা বয়সি মানুষের পদচারণায় মুখর বিপনিবিতানগুলো।
বিপনিবিতানগুলোতে মিলছে দেশি-বিদেশী বিভিন্ন পোশাক। এ বছর দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি আমদানি খরচ ও ডলারের দাম বাড়ায় দামে প্রভাব পড়েছে। শেষ মুর্হূতের কেনাকাটায় জমে উঠেছে শরীয়তপুরের ঈদ বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তরুণ-তরুণীসহ নানা বয়সি মানুষের পদচারণায় মুখোর নগরীর বিপনি-বিতানগুলো।
ফ্যাশন সচেতন তরুণদের পোশাকের মধ্যে বরাবরের মতো এবারও পছন্দের র্শীষে রয়েছে বিভিন্ন বিদেশী ব্রান্ডের পণ্য। তবে শপিংমলে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি বেশি। ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন ডিজাইনের পোশাক এসেছে। তবে, দাম একটু বেশি হওয়ায় বিক্রি কিছুটা কমেছে।