অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য ড্র। কিন্তু ইনজুরি টাইমে ভারতের কাছে হঠাৎ গোল হজম করে শেষ পর্যন্ত ০-১ গোলের হার নিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ যাত্রা হয়েছে বাংলাদেশের।
ভুটানের থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকে বাংলাদেশ ভারতের সঙ্গে পাল্লা দিয়েই খেলছিল। আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছে দু’দলই। কিন্তুই কেউই গোলের দেখা পাচ্ছিলো না। অনেকটাই নিশ্চিত হওয়া এক পয়েন্ট হাতছাড়া হয় ইনজুরি সময়ে। ভারত কর্নার থেকে বক্সের মধ্যে ক্রস করে। সুমিত শর্মা বাংলাদেশি ডিফেন্ডারদের মাঝে লাফিয়ে উঠে হেড করে ম্যাচের ডেডলক ভাঙেন। জটলার মধ্যে এক ড্রপ খেয়ে বল জালে জড়ায়।
পিছিয়ে পড়ার পর বাংলাদেশের হাতে সময় ছিল মিনিট তিনেকেরও কম। এর মধ্যেও সুযোগ পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কাউন্টার অ্যাটাকে গোলরক্ষককে একা পেয়েও বাংলাদেশের ফরোয়ার্ড ঠিকমতো হেড নিতে পারেননি। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
এই ম্যাচ জেতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।