শ্রমিকদের অর্থ আত্মসাতের মামলায়, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিচার শুরু হলো। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায়, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
পরে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন, ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক। সাক্ষ্যগ্রহণ শুরু আগামী ১৫ জুলাই।
গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে, মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ গঠনের সময় ড. ইউনূসসহ অন্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন। আদালতের কাছে ন্যায়বিচার চান তারা।