18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

শ্রম আইন লঙ্ঘন মামলা: ড. ইউনূসের সাজা বাতিল

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় বাতিল হলো নোবেল জয়ী অর্থনীতিবীদ ড. ইউনূসের ৬ মাসের সাজা। আজ বুধবার (৭ আগস্ট) শ্রম আপিল ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

রায়ে সন্তুষ্ট জানিয়ে আইনজীবী বলেন, রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করলে আলোচনা আসে শ্রম আইন লঙ্ঘনে ড.ইউনূসের ৬ মাসের সাজা।

বুধবার বিকাল চারটায় ড.ইউনূসের ছয় মাসের সাজা স্থগিত করতে কাকরাইলে বসে শ্রম আপিল ট্রাইব্যুনাল। স্থগিত করা হয় ইউনূস সহ ৪ জনের ৬ মাসের সাজা। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক আব্দুল আওয়াল এ রায় দেন।

তবে ইউনূসের আইনজীবী বলেন, এতদিন আইনের ভুল ব্যাখ্যা, তৎকালীন সরকার এই রায় বিলম্বিত করেছে।

বিশ্বব্যাপী ড.ইউনূসের জনপ্রিয়তা মেনে নিতে না পেরে শেখ হাসিনা সরকার  হিংসা এবং ক্ষমতার জোরে  রায় কে প্রভাবিত করেছে বলেও মন্তব্য করেন ইউনূসের আইনজীবী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন