গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর প্রায় দুই বছরের পর নতুন প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বামপন্থী দলের অনূঢ়া কুমারা দিশানায়েকে।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) রাত আটটায় এ ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, বামপন্থী দলের নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। ক্ষমতাসীন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে মাত্র ১৭ শতাংশ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষণা আসার পর এনপিপি জোটের পক্ষ থেকে জানা যায়, আগামীকাল সোমবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অনূঢ়া কুমারা দিশানায়েকে। প্রেসিডেন্ট সচিবালয়ে তার শপথ গ্রহণের অনুষ্ঠানটি হবে অনাড়ম্বর।