24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ মিশন কাল

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ভোর সাড়ে ছয়টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরে পিছিয়ে লঙ্কানরা। তাদের বিপক্ষে জয় দিয়েই শুভ সূচনা করার লক্ষ্য লাল সবুজদের।

যুক্তরাষ্ট্র সিরিজ এবং ভারতের বিপক্ষে শোচনীয় হারের পর বিশ্বকাপের মূল পর্বে ভালো করার অপেক্ষায় বাংলাদেশ। যার প্রথম পরীক্ষা দিতে হবে ২০১৪ সালের চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কার বিপক্ষে।

বিশ্বকাপে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকা দলগুলোও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলায় শান্তদের ব্যর্থতা নিয়ে কথা হচ্ছে। তবে লাল সবুজদের প্রায় সব ক্রিকেটারই বলেছে তাদের প্রতি আস্থাটা রাখতে। তার প্রতিদান দিতে চান প্রথম ম্যাচেই।

বড় টুর্নামেন্টে বাংলাদেশ দলের শুরুটা হয় বিতর্ক দিয়ে। এরপর টুর্নামেন্ট জুড়ে দলের বাজে পারফরম্যান্সে সমর্থকদের হৃদয় ভাঙে। এবার স্বপ্ন না ভাঙার কথা জানালেন দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশের অধিনায়ক নিয়েও রয়েছে নানা আলোচনা সমালোচনা। তবে তার নেতৃত্বের ওপর ভরসা রাখতে বললেন এই সাইলেন্ট কিলার।

আত্মবিশ্বাস যেমনই হোক, মাঠের খেলা যেমনই হোক, বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে এমন প্রত্যাশা কোটি ভক্তদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন