১৪/০১/২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সেবামূলক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’ এর ঈদ সামগ্রী বিতরণ

নরসিংদীর মাধবদীতে দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেবামূলক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ‘।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৬ মার্চ) সকালে নরসিংদীর মাধবদী মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. মফিজুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আলহাজ্ব আল-আমিন রহমান, কোষধ্যক্ষ মশিউর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক ও মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আল-আমিন সরকার, রোটারিয়ান আ. হামিদ, আমির হোসেন বকুল, নুর আলম প্রমূখ।

বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিলো লাচ্ছা সেমাই, প্লেইন সেমাই, তরল দুধ, চিনি, পোলাওর চাল, সাবান, পেঁয়াজ ও আলু। এছাড়াও এসময় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

‘হৃদয়ে বাংলাদেশ’ সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম বলেন, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও হৃদয়ে বাংলাদেশের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১১ সালের এইদিনে ৩৯ জন সদস্য নিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৬ শতাধিক। দীর্ঘ ১৫ বছর ধরে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, চিকিৎসা সহায়তা, নগদ অর্থ, হুইল চেয়ার, সেলাই মেশিন ও কম্পিউটার উপহার সহ নানামুখী সেবা দিয়ে তাদের পাশে রয়েছে হৃদয়ে বাংলাদেশ।

এছাড়াও দেশের দুর্যোগপূর্ণ সময়ে বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়ে সংগঠনটির পক্ষ থেকে দুর্গত বিভিন্ন জেলায় নগদ টাকা, খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়ে আসছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল-আমিন রহমান বলেন, সদস্যদের নিজস্ব অর্থায়নে ২০১১ সন থেকে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। প্রতিমাসের ৭ তারিখে এখান থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে দুস্থ শিক্ষার্থী ও তাদের পরিবার এই সংগঠন থেকে নানামুখী সহায়তা পেয়ে থাকে।

এনএ/

দেখুন: ছাত্রদের সংগঠন, নতুন রাজনৈতিক দল, বোকাইর যত বোকা প্রশ্ন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন