রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর ভাবনা নেই, চেয়ার দখল করতেই মরিয়া তারা। অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদের। নাগরিক টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারের সময় তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে একটি গোষ্ঠী।
প্রায় দেড় দশকের বেশি সময় দেশের সর্বময় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। অনেকটা অপ্রতিরোধ্য মনে করা হতো তাকে। শেষমেশ ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান তিনি।
এরপর সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতার ম্যান্ডেটে ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। একশ দিন পার করেছে তারা। তবে এই সময়টা রাষ্ট্রসংস্কারে যথেষ্ট নয়, মনে করেন আন্দোলনের অন্যতম নেতা আবদুল হান্নান মাসউদ।
নাগরিক টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন সংস্কার নিয়ে দলগুলোর কোনো ভাবনা নেই বরং লুটপাট ও চেয়ার দখল নিতেই ব্যস্ত তারা ।
দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসন চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের যারা প্রশ্রয় দিবে তারাও এদেশের মাটিতে রাজনীতির নৈতিক অধিকার হারাবে ।
দেশের রাজনীতিতে আবারও ফ্যাসিবাদের উত্থান হলে তাকেও আওয়ামী লীগের মতো ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন এই ছাত্র নেতা।
টিএ/