বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। তিনি বলেন, সারা দুনিয়ায় শিল্প এগিয়ে যাচ্ছে অথচ খুলনায় গত ৫৪ বছরে শিল্প খাত মুখ থুবড়ে পড়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করা হবে এবং যুবক ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কর্মসংস্থানের ক্ষেত্রে আত্মীয়তা বা পরিচয়ের ভিত্তিতে নয়, ন্যায় ও সঠিক পন্থায় নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো প্রতিশোধের রাজনীতি করে না। আমরা কথা দিয়েছিলাম—কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবো না, আমাদের ওপর হওয়া জুলুমের প্রতিশোধ নেবো না, এবং আমরা সেই কথা রেখেছি। জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষের জানমাল ও সম্পদ নিরাপদ থাকবে।
নারীদের উদ্দেশে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলে নারীদের ইজ্জত ও সম্মান রক্ষা করা হবে এবং ঘরে ও বাইরে মর্যাদার সঙ্গে বসবাসের পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে দেখা যায় পাঁচ বছর শেষে অনেক সংসদ সদস্যের সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। জামায়াত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সম্পদের দিকে হাত বাড়াবেন না। তারা সম্পদ লুট করে বিদেশে বেগমপাড়া বা সিঙ্গাপুর গড়বেন না।
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান খুলনার ছয়টি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
হাজারো জামায়াত নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সার্কিট হাউজ ময়দান। দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে আসতে শুরু করেন। জনসভায় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ খুলনার ছয়টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভা শেষে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাগেরহাটে পরবর্তী জনসভার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর, খুলনা-৩ আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা রাশেদ প্রধান, খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং খুলনা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী।
এছাড়াও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানসহ জামায়াত, ১১ দলীয় নির্বাচনী ঐক্য ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগরী ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভার কার্যক্রম শুরু হয় খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এর আগে ইসলামী সংগীত পরিবেশন করেন প্রেরণা সাহিত্য সংসদ ও টাইফুন শিল্পী গোষ্ঠী।
পড়ুন- দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে পুরষ্কার বিতরণ করলেন জেলা শিক্ষা অফিসার


