20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

সঠিক ইতিহাস জনগণের সামনে আনতে হবে: মির্জা ফখরুল

সাত নভেম্বর জায়ীয় বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে দশদিনের কর্মসুচি হাতে নিয়েছে বিএনপি। তরুণ প্রজম্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে বদ্ধ পরিকর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাতই নভেম্বর দেশের রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন নামে পালন করে। আর বিএনপি বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

এবার দিনটিকে ঘিরে নানা কর্মসুচির আয়োজন করছে বিএনপি। নয়াপল্টনে আয়োজন করা হয় যৌথ সভা। যাতে লন্ডন থেকে ভার্চুয়ালী যোগদেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা শেষে কর্মসূচি জানাতে সংবাদ সম্মেলনে আসেন দলের মহাসচিব বলেন, এবার দিনটিকে গুরত্বের সাথে তুলে ধরা হবে। তাই রাজধানীসহ সারাদেশে কর্মসূচি পালন করা হবে।

আর দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গনতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করা যায়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

এ সময় গণতন্ত্রের জন্য দ্রুত নির্বাচনের পথে হাটতে অন্তর্বতী সরকারকে আহবানও জানান তিনি।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন