26 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

সড়ক ছেড়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা

প্রায় ২ ঘণ্টা পর অবরোধ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার পর তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টায় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি জানানো হবে।

অবরোধ ছাড়ার ফলে যান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ। সংশ্লিষ্টরা জানান, আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ ছেড়ে দিয়েছেন। যান চলাচল শুরু হয়েছে।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

এই অবস্থায় মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জলকামানও।

এনএ/

দেখুন: সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন