প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালনের পর রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। প্রায় ৫ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সড়ক ছেড়ে দেন তারা।
তবে দাবি আদায়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী সোমবার (১৯ জানুয়ারি) আবারও সায়েন্সল্যাব মোড় ব্লকেড করে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। প্রায় একই সময়ে টেকনিক্যাল মোড়েও অবরোধ কর্মসূচিতে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এসব পয়েন্টে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায় অনেককে।
পড়ুন : সন্ধ্যার মধ্যে অধ্যাদেশ না হলে ‘মার্চ টু যমুনা’র হুঁশিয়ারি শিক্ষার্থীদের


