ঝিনাইদহ-৪ আসনের বিএনপি’র প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। ৫ আগষ্টের পর যারা হাটবাজার দখল করেছেন তাদের হুশিয়ারি করে বলেন, তাদের চাঁদাবাজি আর চলবে না।
বিএনপি’র প্রার্থী রাশেদ খাঁন সোমবার (২৮ জানুয়ারি ) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারী ভূষণ হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খাঁন
রাশেদ খাঁন সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যা বলে কোন রকম ফায়দা নেওয়ার চেষ্টা করলে তাকে ঝাটিয়ে বিদায় করবেন।
স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, দেশের সর্বচ্ছ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও মানুষিকতার কোন উন্নয়ন হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। যারা এমন অভিনয় করে ভোট চাইবে তাদের ঝাটিয়ে বিদায় করবেন বলে উল্লেখ করেন।
বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের প্রতিটি এলাকা নেতাকর্মীর পদচারণায় ভরে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ , কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলনসহ প্রমুখ।
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির রাশেদ খাঁনসহ আরো নির্বাচন করছেন, জামায়াতের মাওলানা আবু তালেব, স্বতন্ত্রপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।
পড়ুন- নির্বাচনকে ঘিরে কুড়িগ্রামে বেড়েছে বিজিবির টহল তৎপরতা
দেখুন- ডিমেও যে হাত-পা ভাঙে, জীবনে প্রথম দেখলাম: মির্জা আব্বাস


