সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক যে দলই হোক, তাদের অবস্থা হবে জামায়াত শিবিরের মতো। মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (২ আগস্ট) সকালে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে জামায়াতকে নিষিদ্ধের পর মির্জা ফখরুলের বিবৃতির নিন্দা জানান তিনি। এসময়, তৃতীয় পক্ষের অশুভ রাজনীতির ঢাল না হয়ে, ক্লাসে ফিরে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটক না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার নির্দেশ দিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
জামায়াত ইস্যুতে মির্জা ফখরুলের করা বিবৃতির নিন্দা করে বিএনপি জামায়াত ঘাটছড়া বেধে পথ চলে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।
কোটা আন্দোলন পরবর্তীতে দেশের পরিস্থিতি ব্যাখায় ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোটা আন্দোলন ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি কথা বলেন বিভিন্ন ইস্যুতে।
শিক্ষার্থীরা কোন ভাবেই সরকার প্রতিপক্ষ নয় জানিয়ে শিক্ষার্থীদের অযথা হয়রানি বন্ধ এবং আটক না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার জানিয়েছেন ওবায়দুল কাদের।
এ সময় তিনি জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের জন্য সরকার কে ধন্যবাদ জানায়। আন্দোলনকে কেন্দ্র করে ঘটিত প্রত্যেকটি ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেন তিনি। এছাড়াও, আওয়ামী সাধারণ সম্পাদক জানান এই বিষয়ে চাওয়া হয়েছে জাতিসংঘের সহযোগিতা।