16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা

মধ্য আষাঢ়ে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে সপ্তাহজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এতে আশঙ্কা তৈরি হয়েছে পাহাড় ধসের।

বঙ্গপসাগারে সৃষ্ট লঘুচাপ পশ্চিমবঙ্গের দিকে সরে গেলেও এর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃ্ষ্টিপাত অব্যহত আছে।

এমন বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রাজধানীর সাধারণ মানুষ। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টি চলবে রাজধানীসহ দেশের আটটি বিভাগে সপ্তাহ জুড়ে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

বঙ্গপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন