চলতি বছর বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক চার দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে আরএসএফ বলেছে, ২০২৪ সালে বাংলাদেশসহ ৪টি দেশ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল।
এতে আরও বলা হয়, গাজার পরে ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল পাকিস্তান। দেশটিতে চলতি বছর অন্তত সাতজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এরপরই আছে বাংলাদেশ ও মেক্সিকো। এই দুই দেশে চলতি বছর পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।
গত ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকদের অধিকারের সর্বশেষ হালনাগাদ তথ্য নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে আরএসএফ।
প্রতিবেদনে আরএসএফ জানিয়েছে, ২০২৪ সালে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হাতে অন্তত ১৮ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের কেবল গাজায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। এছাড়া লেবাননে নিহত হয়েছেন দুই সাংবাদিক।
সাংবাদিকদের বৈশ্বিক এই সংগঠন বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘটিত যুদ্ধাপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চারটি অভিযোগ দায়ের করেছে তারা।
এতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৪৫ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৫ জন সংবাদ সংগ্রহের সময় নিহত হন।
আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর সেই সংখ্যা চলতি বছরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক এই সংগঠনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ৫৫০ জন সাংবাদিক বন্দী আছেন। আর এই সংখ্যা গত বছর ছিল ৫১৩।
এনএ/